কে সভ্যতার সাবস্টিটিউট... কে সভ্যতার প্রস্টিটিউট....
কে সভ্যতার সাবটিস্টিউট... কে সভ্যতার প্রস্টিটিউট....
গর্ভবতী টিকটিকি পুরুষসঙ্গী নিয়ে ভাবে না, গর্ভবতী নারী পুরুষসঙ্গী নিয়ে ভাবে।
বুড়িগঙ্গা মানুষ নিয়ে ভাবে না, মানুষ বুড়িগঙ্গা নিয়ে ভাবে।
জীবন মানুষ নিয়ে ভাবে না, মানুষ জীবন নিয়ে ভাবে।
সত্য মানুষ নিয়ে ভাবে না, মানুষই সত্য নিয়ে ভাবে।
মনোময় মন-প্রধানী জীব মানুষকে তার জীবনের ৪ সীমানা প্রাচীর ডিঙাতে হয়
...... ক্ষুধা
....... তৃষ্ণা
....... কাম
....... ভয়
এসব সত্য। কোনো সন্দেহ নাই, কিন্তু এসবই পুরো সত্য নয়। আরো সত্য আছে।
তাই এই খাওয়া-ঘুম-সেক্স দিয়েই মানুষকে মূল্যায়ন করলে মানুষের প্রতি অন্যায় করা হবে।
মানুষের আচরণের দু'টো দিক আছে
....... ক্ষুধা-পূর্ব আচরণ
....... ক্ষুধা- পরবর্তী আচরণ
মানে হলো, মানুষ ক্ষুধার আগে একরকম আচরণ করে,
আবার ক্ষুধার ক্ষুন্নিবৃত্তি হলে পুরোপুরি ভিন্ন আচরণ করে, প্রবৃত্তির নিবৃত্তি হলে সে এক ভিন্ন মানুষ।
তাই ক্ষুধা-হত্যাই মানব সভ্যতার সর্বপ্রথম ও সর্বপ্রধান কাজ।
'শারীরিক আকর্ষণেই সূচিত হয় কামনা যা রূপান্তরিত ভালোবাসা'
স্বার্থেই সূচিত হয় মানুষের সম্পর্ক
....... এই কামনা
...... এই স্বার্থ..... এই দুইয়ে যারা সৎ, নিষ্ঠাবান, একনিষ্ঠ থাকে বা থাকতে পারে, তারাই ভালো মানুষ.. নির্মল মানুষ.... সভ্যতার সাবস্টিটিউট।
বিয়ের ক্ষেত্রে মানুষ আসলে ' ভালোত্বের' চেয়ে যোগ্যতা' সম-পর্যায়, সম-মান বেশী খুঁজে। স্বামী-স্ত্রী শুধু বিশ্বস্ততা খুঁজে না, আসলে ' একনিষ্ঠতা' হাতড়ে বেড়ায়।
জীবনের আরেক দিক
...... দেহ উপবাসী রাখা যায় না, মন উপবাসী রাখা যায়। ভাত বাকী রাখা যায় না, ভালোবাসা বাকী রাখা যায়।
বাঁচতে হলে বেচতে হয়।
সত্যি কথা বলতে কি, আমরা সবাই বেঁচে থাকতে কিছু না কিছু বেচি। আমরা মানুষ, সবাই পণ্যই। ( সংজ্ঞাগতভাবে)। হ্যাঁ, ব্যবসা করবো কি না... তা আমাদের যার যার ব্যক্তিগত অভিরুচি.... যা আবার ব্যক্তির শিক্ষা, রুচি, অভ্যাস, দর্শন, পরিবেশের উপর নির্ভরশীল।
..... দেহপসারিণী দেহ বেচে
আমরা সবাই, কেউ বুদ্ধি বেচি, কেউ মত বেচি, কেউ মেধা বেচি, কেউ আবেগ বেচি, কেউ বিজ্ঞান বেচি ( বিজ্ঞানীরাও বোমা বেচে), কেউ ঈশ্বর বেচি....... এবং অবশ্যই কেউ কেউ বিবেকও বেচি...... বিপণন-বিজ্ঞাপন-ব্যবসা-সর্বস্ব বিশ্বায়ন (globalization)।
ভাবনার ব্যাপার
কে আক্রান্ত??... কে আক্রমণকারী??
কে নির্মল মানুষ??.... কে ময়লা মানুষ??
কে মন-বাদশাহ??.... কে মন-বদমাশ???
সই
তুই বল....
আমাদের মধ্যে..
কে সভ্যতার সাবস্টিটিউট... কে সভ্যতার প্রস্টিটিউট?
wow
ReplyDelete